টাইগার সাকিবে দিওয়ানা নায়লা ( ভিডিও )

এ প্রজন্মের আলোচিত-সমালোচিত মডেল নায়লা নাঈম। নায়লার আরেক পরিচয় তিনি একজন ডেটিস্ট। সম্প্রতি এই তারকা প্রেমে পড়েছেন। তবে সেটা কোনো ব্যক্তির প্রেমে নয়, ক্রিকেট খেলার প্রেমে পড়েছেন তিনি।

চলছে আইসিসি বিশ্বকাপ ক্রিকেট খেলা। আসছে ২৬ ফেব্রুয়ারি মেলবোর্নে সকাল সাড়ে ৯টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

টাইগারদের খেলা প্রসঙ্গে নায়লা জানান, ‘আমি কখনো কোনো ক্রিকেটারের প্রেমে পড়িনি, তবে বাংলাদেশের সাকিব আল হাসানের খেলার প্রেমে পড়েছি। তাঁর ব্যাটিং ও বোলিং দুটোই দেখে আমি অনেক মুগ্ধ।’

কাজের ব্যস্ততার কারণে মাঠে গিয়ে কখনো আমার খেলা দেখার সুযোগ হয়নি। তবে আমার ইচ্ছা আছে, পরবর্তী সময়ে মাঠে গিয়ে সরাসরি খেলা দেখব এবং বাংলাদেশ দলকে উৎসাহ দেব।’

নায়লা নাঈম আরো বলেন, ‘আমি স্বপ্ন দেখি, বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবেই।’

বিজ্ঞাপনের মডেল হিসেবে নায়লা যাত্রা শুরু করলেও বর্তমানে তিনি চলচ্চিত্রের প্রধান নায়িকা চরিত্রে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন। ‘রান আউট’ এবং ‘রাত্রির যাত্রী’ ছবির জন্য আইটেম গানে নেচেছেন জনপ্রিয় এই মডেল তারকা। ছবি দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ক্রিকেট পাগল নায়লার ক্রিকেট কেন্দ্রিক পাগলামি দেখুন ভিডিওতে



মন্তব্য চালু নেই