সাকিবের স্ত্রী উম্মে শিশিরের অডি!

কিছু দিন পরই সাকিব-শিশিরের ঘর আলোকিত করে আসবে নতুন অতিথি। আর সেই লক্ষ্যে বর্তমানে উম্মে শিশির আমেরিকাতে অবস্থান করছেন। সেখানে তিনি কেনাকাটা-ঘোরাফেরা করে তার অলস সময়গুলো পার করছেন। জানা গেছে, সাকিব অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের পরে সেখানে গিয়ে তার সঙ্গে মিলিত হবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবার পাওয়া গেল শিশিরের পছন্দের গাড়ির ছবি। বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড অডি কোম্পানির একটি গাড়ির ড্রাইভিং সিটে বসে আছেন শিশির। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমার অডি!’



মন্তব্য চালু নেই