সাকিবের সেই বান্ধবীর নাম মিথিলা!

বেশ কিছু দিন ধরেই সাকিব আল হাসানের সঙ্গে এক তরণীর কিছু অন্তরঙ্গ ছবি ফেসবুকে আলোচনার ঝড় তুলে। কে এই তরুণী? কৌতূহলের শেষ ছিল না ফেসবুব ব্যবহারকারীদের মধ্যে। সাকিব ভক্তরা এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অবশ্য এখনও পর্যন্ত সাকিব এ ব্যাপারে মুখ খুলেননি।

তবে মুখ খুলেছেন সাকিবের সঙ্গে ছবিতে থাকা সেই মেয়েটি। নাম তার তানিয়া জামান মিথিয়া। বাড়ি সাকিবের শহর মাগুরাতেই। ঢাকাতে পড়েন একটি বেসরকারী বিশ্ববিদ্যাল; য়ে। মিথিয়া নিজের ফেসবুকে দাবি করেছেন, সাকিবের সঙ্গে ঐ ছবিগুলো তারই। এটাকে কিশোর প্রেম বলে উল্লেখ করেছেন মিথিলা। এবং এটা নিয়ে বাড়াবাড়ি না করার জন্যও সবার প্রতি অনুরোধ করেছেন তিনি।

s ah_99210_1

অবশ্য ‘কিশোর প্রেম’ বলে মিথিলার দাবির সঙ্গে অনেকেই একমত নন। কারণ ছবিগেুলো সেটা নির্দেশ করে না। ছবিগুলো খুব বেশি পুরানো দিনের মনে হওয়ার মত নয়।

ভিডিও দেখতে… ক্লিক করুন



মন্তব্য চালু নেই