সাকিবের পরেই নতুন উচ্চতায় সাব্বির
ওয়ানডে দলে সুযোগ হওয়ার প্রায় দুই বছর পর দলে সুযোগ পান সাব্বির রহমান। ২৯টি ওয়ানডে খেলার পর টেস্ট অভিষেক হলো সাব্বির রহমানের। বাংলাদেশ দলে তার চেয়ে বেশি ওয়ানডে খেলে টেস্টে অভিষেক হয়েছে কেবল সাকিব আল হাসানের। এবার সাকিবের ধরেই নতুন উচ্চতায় সাব্বির
২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই ওয়ানডে অভিষেক হয়েছিল সাব্বিরের। অভিষেকে খেলেছিলেন ২৫ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস। ক্রমে হয়ে উঠেছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ। গত প্রায় দু বছরে খেলেছেন ২৯ ওয়ানডে।
এর আগে ৩১ ওয়ানডে খেলার টেস্ট ক্যাপ পেয়েছিলেন সাকিব। সময়ের হিসেবে যদিও সাকিবের অপেক্ষা সাব্বিরের মতো দীর্ঘ ছিল না। ২০০৬ সালের অগাস্টে ওয়ানডে অভিষেক হয়েছিল সাকিবের। পরের বছর মে মাসেই টেস্ট অভিষেক। তবে বিশ্বকাপকে সামনে রেখে তখন প্রচুর ওয়ানডে খেলছিল বাংলাদেশ। দ্রুতই তাই সাকিব খেলে ফেলেন অনেক বেশি ওয়ানডে।
২৫টি ওয়ানডে খেলার পর অভিষেক হয়েছিল বাঁহাতি স্পিনার এনামুল হকের। ২৪ ওয়ানডে খেলার পর মাহমুদউল্লাহ, ২১ ওয়ানডে খেলে তামিম ইকবাল, ২০ ওয়ানডে খেলে খালেদ মাহমুদ।
টেস্ট পূর্ব সময়কে বিবেচনায় নিলে অবশ্য বদলে যাবে হিসাব। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৪ বছর বছর আগে থেকে ওয়ানডে খেলছে বাংলাদেশ। যদিও খেলার সুযোগ এসেছে অনেক বছর পরপর। অভিষেক টেস্টের আগে তবু ৩৭ ওয়ানডে খেলতে পেরেছিলেন আমিনুল ইসলাম, আকরাম খান খেলেছিলেন ৩৫ ওয়ানডে। ৩১টি খেলেছিলেন খালেদ মাসুদ।
মন্তব্য চালু নেই