সাকিবের জ্বলে ওঠার দিনে হারলো জ্যামাইকা
প্রথম দু ম্যাচে নিজের নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি সাকিব। তৃতীয় ম্যাচে এসেই জ্বলে উঠলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু তার উজ্জ্বল পারফরম্যান্সের দিনেও হারের মুখ দেখতে হলো তার দল জ্যামাইকা তালাওয়াসের। গায়ানা অ্যামাজন ওয়ারির্সের কাছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে সাকিবের দল।
টসে জিতে জ্যামাইকাকে ব্যাটিংয়ে পাঠায় গায়ান। শুরুতেই দৈত্য গেইলকে ০ রানে ফেরান সোহেল তানভির। ৯ রান করে সাঙ্গাকারাও ফিরে যান দ্রুত। এরপর মিডল অর্ডারে দলের হাল ধরেন রভম্যান পাওয়েল এবং সাকিব। দুজনের ৫১ রানের জুটিতে বিপর্যয় সামাল দেয় তালাওয়াস।
১টি ছয়ের সহায়তায় ২৩ বলে ২৫ রান করে পারমালের বলে আউট হন সাকিব। পাওয়েল করেন ৩৮ রান। দুজনের আউটের পর আর দাড়াতেই পারেনি তালাওয়াস। দুই ওভার বাকী থাকতে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় গেইলের দলের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার ডোয়াইন স্মিথ এবং গাপটিলকে হারায় গায়ানা। কিন্তু ক্রিস লিন এবং জেসন মোহামেদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ ওভার বাকী থাকতেই ম্যাচ জিতে নেয় গায়ানা। বল হাতে ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন সাকিব।
মন্তব্য চালু নেই