সাকিবের জন্মদিনে রাজকন্যার শুভেচ্ছা

হতে পারতো তার আনন্দময় একটি জন্মদিন। কিন্তু সাকিব আল হাসানের কাছে এবারের জন্মদিনটা বিষাদ দিয়েই শুরু হলো। ২৪ মার্চ শুরু হওয়ার কিচ্ছুক্ষণ আগেই বাংলাদেশ ভারতের কাছে মাত্র এক রানে হেরে গেছে। কিন্তু এই বিষদের মধ্যেও যে অনেক বড় আনন্দের কিছু অপেক্ষা করছিল সাকিবের জন্য।
সেই চমকটাই পেলেন মেয়ে আলাইনা আল হাসান অব্রির কাছ থেকে। সাকিবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে একটি ছবিসহ শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে অব্রির পক্ষ থেকে। এছাড়া সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরও তার ফেসবুক আইডিতে অব্রির পক্ষ থেকে বাবাকে দেওইয়া কেকের ছবি পোস্ট করেছেন।
অব্রির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমার বাবা বলে আমিই নাকি তার সেরা উপহার, আর তার জন্মদিনে তিনি আমার জন্যই চান আরো বেশি দোয়া আর আশীর্বাদ। দোয়া করবেন তিনি যাতে দেশের জন্য আরো বেশি জয় নিয়ে ফিরতে পারেন।’
শিশিরের পোষ্ট করা কেকের ছবির ক্যাপশনে লেখা আছে, ‘অনেক কেকের মধ্যে একটি রাজকন্যা দিয়েছে তার বাবার জন্য।’
মন্তব্য চালু নেই