সাকিবের কলকাতায় যোগ দিলেন টেইট

জন হ্যাস্টিংসের ইনজুরির কারণে কলকাতা নাইট রাইডার্স শিবিরে এবার বিকল্প খেলোয়াড় হিসেবে যোগ দিয়েছেন শন টেইট। আইপিএলের সবশেষ নিলামে অবিক্রীত ছিলেন অস্ট্রেলিয়ার এই তারকা বোলার। বুধাবার কলকাতার দলীয় অনুশীলনের সময় উপস্থিত থাকলেও মাঠে বল করেননি তিনি।

আগামী শনিবার মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা । বর্তমানে ১০ ম্যাচ শেষে ৬ জয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে তারা। প্লে অফ নিশ্চিত করতে কোনো ঝুঁকিতে যেতে চায় না শাহরুখ খানের মালিকানাধীন দলটি। তাই প্রাথমিক মূল্য দেড় কোটি রুপিতে অভিজ্ঞ টেইটকে দলে ভেড়ায় দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা।

বাঁ পায়ের অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরির কারণে কলকাতার হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই টেইটের স্বদেশী তারকা হ্যাস্টিংসের আইপিএল শেষ হয়ে যায়।ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে পড়েন ত্রিশ বছর বয়সী এ ডানহাতি পেসার। তার পরিবর্তে অসি দলে সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড।

হ্যাস্টিংসের পরিবর্তে কলকাতায় ডাক পাওয়ায় আইপিএলে দ্বিতীয় মিশন শুরু হলো টেইটের। এর আগে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছিলেন। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে সবশেষ এ বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছিলেন। পরবর্তীতে পেশোয়ার জালমির হয়ে পাকিস্তান সুপার লিগে অংশ নেন ডানহাতি এই পেসার।



মন্তব্য চালু নেই