সাকিবরাই প্রকৃত চ্যাম্পিয়ন : শাহরুখ খান

ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে ২২ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স(কেকেআর)। দলের দুর্দান্ত জয়ে গৌতম গম্ভীর অ্যান্ড কোং-কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও টুইটারে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ খান৷

ম্যাচের পর টুইটারে কিং খান লিখলেন, এই ভালোবাসার জন্য ইডেন, কলকাতা ও দাদাকে ধন্যবাদ। আমাদের উপর বিশ্বাস রাখুন। কেকেআর প্রত্যেককে গর্বিত করবে। আমার ছেলেরা প্রকৃত চ্যাম্পিয়ন।

সৌরভের সঙ্গে শাহরুখের দূরত্ব অনেকদিন আগেই মিটে গিয়েছে। প্রাক্তন কেকেআর অধিনায়ক সৌরভ ও শাহরুখ একে অপরের কাছে এসেছেন অতীতেও। সম্প্রতি ইডেনেও দুজনের উষ্ণ সম্পর্ক প্রত্যক্ষ করেছে।



মন্তব্য চালু নেই