সাঈদ ৬৪০৮২, আব্বাস ৩৩৫৩৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ৮৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন ইলিশ মাছ মার্কা প্রতীক নিয়ে ৬৪০৮২ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৩৩৫৩৮ ভোট। তার প্রতীক মগ।

এ ছাড়া জাতীয় পার্টি-সমর্থিত মেয়র প্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন সোফা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৮ ভোট। তবে জাসদ-বাসদ সমর্থিত প্রার্থী বজরুল রশীদ ফিরোজ টেবিল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ ভোট।

মঙ্গলবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফলাফল ঘোষণা শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মিহির সরওয়ার মোরশেদ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৯ হাজার ২৮৬ এবং নারী ভোটার ৮ লাখ ৬১ হাজার ৪৬৭ জন। এতে মেয়র পদে ২০ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৯০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।



মন্তব্য চালু নেই