সাইমনের মায়াবিনী ছবির এক ঝলক (ভিডিওসহ)
চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত ‘মায়াবিনী’ ছবির এক ঝলক প্রকাশ হয়েছে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায়। ভৌতিক গল্পনির্ভর এই ছবির টিজারে সাইমনকে দেখা গেছে কয়েকটি রূপে।
কখনো হিজড়া, কখনো ভিতু, আবার কখনো সুবোধ বালক, কখনো বা রোমান্টিক ইমেজে। তারসঙ্গে ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আইরিন।
‘মায়াবিনী’ ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য। এই নির্মাতা জানিয়েছেন, ‘গত নভেম্বরের মাঝমাঝি সময়ে ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে। আগামী ফেব্রুয়ারি মাসে ‘মায়াবিনী’ মুক্তি দেয়া হবে।’
‘মায়াবিনী’ ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু প্রমুখ।
ছবিটি প্রসঙ্গে সাইমন যেমনটা বললেন, ‘অনেক দিন পর ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছি। এতে তথাকথিত নায়ক নয়, নানামাত্রিক চরিত্র নিয়ে অভিনেতা হিসেবে হাজির হবো। আশা করছি ছবিটি সবার কাছে ভালো লাগবে।’
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

































মন্তব্য চালু নেই