সাইফ-প্রীতির ‘হ্যাপি এন্ডিং’
দীর্ঘ ১৬ বছর পর ‘হ্যাপি এন্ডিং’ নামে একটি চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে চলেছেন সাইফ আলী খান ও প্রীতি জিনতা। এর আগে ‘ক্যায়া কেহেনা’ ও ‘সালাম নমস্তে’ চলচ্চিত্র দুটিতে তাদের জুটি বেঁধে অভিনয় করেত দেখা গিয়েছিলো।
রাজ নিধিমারু ও কৃষ্ণা ডিকের যৌথ পরিচালানায় ‘হ্যাপি এন্ডিং’ শিরোনামের এই চলচ্চিত্রটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন প্রীতি। তবে পাতৌদি রাজ পরিবারের সদস্য সাইফ আলী খানের বিপরীতে দেখা যাবে ইলিয়ানা ডি ক্রুজকে। চলচ্চিত্রটিতে সাইফ আলী খানকে তিনটি চরিত্রে দেখা যাবে।
অন্যদিকে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ সমস্যার মধ্যে রয়েছে প্রীতি। তবে খুব শিগগিরই তিনি তা কাটিয়ে উঠবেন বলে আশা করছেন ‘হ্যাপি এন্ডিং’ সংশ্লিষ্টরা।
এদিকে নিজের টুইটার অ্যাকাউন্টে সম্প্রতি প্রীতি লিখেছেন, ‘যেখান থেকে ক্যারিয়ার শুরু করেছিলাম, সেই একই জায়গায় আবার গিয়ে খুব মজা লাগছে।’
মন্তব্য চালু নেই