সাইফের সম্মুখে অন্তর্বাস পরিহিত ইলিনা (ভিডিও)
সাইফ আলী খান তার হারানো ফর্ম ফিরে পেতে কিছুই বাকি রাখছেন। তাই মেয়ে সাজা থেকে শুরু করে কোনো চেষ্টাই বাকি রাখছেন না তিনি৷ এমন কি তিনি উন্মুক্ত ঊর্ধ্বাঙ্গে শুট করছেন সম্প্রতি৷ সে তো তিনি আগেও করেছেন৷ তাই এবার বাড়তি সংযোগ হিসেবে নিজ বুকে দুটি নকশা কাটা চাকতি লাগিয়েছেন৷ সে সময় তার সাম্মুখে শুধু অন্তর্বাস পরে পোজ দিয়েছেন ইলিনা ডিক্রুজ৷ হ্যাপি এন্ডিং ছবির একটি গানের দৃশ্যে দেখা যাবে তাদের৷
ছবিটির ‘জ্যায়সে মেরা তু’ গানটিতে সইফ আর ইলিনা এ রকম ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন সম্প্রতি। যদিও ছবিতে শেষ পর্যন্ত গানটির কতটুকু রাখা হবে বা কতটা সেন্সরের কোপে পড়বে সেটাই দেখার৷ কারণ ভারতীয় সেন্সর বোর্ডের আপত্তি করার মতো যথেষ্ট বিষয় রয়েছে৷
ভিডিও : হ্যাপি এন্ডিং ছবির সমালোচিত গা জ্যায়সে মেরা তু
মন্তব্য চালু নেই