সাইকেল বালিকার সঙ্গে রিয়াজ

শেষ কবে সাইকেল চালিয়েছিলেন রিয়াজ সেটা ভুলেই গেছেন। শহরের রাস্তায় সাইকেল নিয়ে নামার চিন্তাই করতে পারেন না এ অভিনেতা। তবে মনে ইচ্ছা জাগে সাইকেল চালানোর। সেই ইচ্ছা এবার পূরণ হলো ‘সাইকেল বালিকা’ নামে একটি নাটকের মাধ্যমে। এ নাটকে রিয়াজ শহরের রাস্তায় সাইকেল চালিয়েছেন। তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শায়লা সাবি।

গত ১৬ ও ১৭ নভেম্বর ঢাকার উত্তরাসহ বিভিন্ন জায়গায় এ নাটকটির শ্যুটিং হয়েছে। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

নাটকের গল্পে দেখা যাবে, রিয়াজ একজন কর্পোরেট মানুষ। দামি গাড়িতে চড়েই চলা ফেরা করেন। তার পাশের ফ্ল্যাটে থাকে কলেজ পড়ুয়া তরুণী শায়লা শাবি। এই দুই প্রজন্মের দু’জন মানুষের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। রিয়াজ এই সাইকেল বালিকার সঙ্গে মিশে নতুন প্রজন্মের চিন্তা কালচার সম্পর্কে জানতে পারে। তার ভালো লাগে বিষয়টা।

শায়লা সাবির একজন প্রেমিক আছে। যে চরিত্রে অভিনয় করেন তৌসিফ। এক সময় সম্পর্কটা ভেঙে যায়। এরপরই ঘটে অন্য ঘটনা। সাইকেলের চাকার মত ঘুরতে থাকে এই তিনজন মানুষের সম্পর্কের চাকা।

নির্মাতা জানান শিগগিরই নাটকটি যে কোন একটি চ্যানেলে প্রচার হবে।



মন্তব্য চালু নেই