সাংসদ বাদলের বাড়িতে ককটেল হামলা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের গ্রামের বাড়িতে ককটেল হামলা হয়েছে।

সোমবার গভীর রাতে পর পর দুটি ককটেল নিক্ষেপ করে এই হামলা হয় বলে বোয়ালখালী থানা-পুলিশ নিশ্চিত করেছে।

এই ঘটনায় সাংসদ বাদলের বাড়ির আংশিক ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

বোয়ালখালী থানার ওসি শামছুল ইসলাম জানান, সংসদ সদস্য ও জাসদের সভাপতি বাদলের বোয়ালখালীর সরোয়াতলী এলাকার বাড়ি লক্ষ্য করে কে বা কারা দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এই সময় ককটেলগুলো বিস্ফোরিত হয়ে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। এই সময় বাদলের ভাইসহ পরিবারের অন্য সদস্যরা বাড়ির ভেতর ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দে বাড়ির সবাই জেগে ওঠে এবং আতঙ্কিত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দুর্বৃত্তদের কাউকে আটক করতে পারেনি। পুলিশ জানায়, এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।



মন্তব্য চালু নেই