সাংবাদিক প্রবীর সিকদার ৩ দিনের রিমান্ডে

ফরিদপুরে তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় সাংবাদিক প্রবীর সিকদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফরিদপুর ১ নম্বর আমলি আদালতের বিচারক হামিদুল ইসলামের আদালতে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাজির করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। প্রবীর সিকদারের পক্ষে তার আইনজীবী আলী আশরাফ নান্নু রিমান্ড আবেদনের বিরোধিতা করে জামিন চান। জামিনের পক্ষে প্রবীর সিকদার নিজেও আদালতে বক্তব্য পেশ করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে রবিবার ফরিদপুর কোতয়ালী থানায় তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করেন পূজা উদযাপন পরিষদ জেলা শাখার উপদেষ্টা ও সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকে স্বপন কুমার পাল।

রাজধানীর ইন্দিরা রোডের নিজ পত্রিকা কার্যালয় থেকে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে প্রবীর সিকদারকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এর পর সোমবার ভোরে সেখান থেকে তাকে ফরিদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

প্রবীর সিকদারকে বিকেলে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে হাজির করা হয়। আদালত প্রবীর সিকদারকে জেলহাজতে পাঠান।



মন্তব্য চালু নেই