সাংবাদিক ও মিডিয়া মালিকদের বিচার করা হবে : শেখ সেলিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি ও অর্থদাতা, সাংবাদিক, মিডিয়া মালিকদের বিচার করা হবে।’
শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১ নম্বর গেটে ঢাকা মহানগর ১৪ দলের গণমিছিল-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াতের চলমান অবরোধ-হরতালে সংঘটিত নাশকতার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর ১৪ দল এ গণমিছিলের আয়োজন করে।
সাংবাদিকদের উদ্দেশে শেখ সেলিম বলেন, ‘কিছু জায়গায় দেখেছি, সন্ত্রাসীরা যখন পেট্রোল বোমা মারে, তখন আপনারা তার ছবি তুলে টেলিভিশনে প্রচার করেন ও পত্রিকায় ছাপান। আপনারা আগেই জানেন কীভাবে? তাহলে আপনাদের সঙ্গে সন্ত্রাসীদের যোগাযোগ আছে।ওই সন্ত্রাসীদের আপনারা উসকানি দিচ্ছেন। আপনারা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে খবর না দিয়ে ছবি তোলায় ব্যস্ত থাকেন।মনে রাখবেন, সাংবাদিক, পত্রিকার মালিক, টেলিভিশন চ্যানেলের মালিক যে-ই হোক, এ সমস্ত জঘন্য অপরাধের জন্য তাদের বিচার করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘সন্ত্রাসীদের অর্থদাতাদের খুঁজে বের করা হবে।অলরেডি ফালুর বিচার শুরু হয়েছে। ফালু এখন শুধু কান্দে আর বলে, এখন আমার কী হবে?’
বিএনপি-জামায়াত জোটের সঙ্গে সংলাপের ব্যাপারে বুদ্ধিজীবী তথা সুশীল সমাজের উদ্যোগের সমালোচনা করে শেখ সেলিম বলেন, ‘কিছু বুদ্ধিজীবী তথা সুশীল সমাজের প্রতিনিধি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে সংলাপের কথা বলছেন।কার সঙ্গে সংলাপ হবে, যে সাধারণ মানুষকে হত্যা করেছে, সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, শিশুকে হত্যা করেছে, নারীকে হত্যা করেছে, জঙ্গি তৎপরতা করছে, তার সঙ্গে?’
‘তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। যারা সংলাপের কথা বলছেন, তারা মূলত ওই সন্ত্রাসী দলের লোক, তারা উসকে দিচ্ছে। জননেত্রী শেখ হাসিনা কোনো খুনির সঙ্গে সংলাপ করতে পারেন না, পারবেন না,’ বলেন শেখ সেলিম।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘যখন বিএনপি-জামায়াত দেখছে যে, তাদের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে। তাই বিদেশিদের দাওয়াত করে এনে বলছে, একটু আলোচনা করার কথা বলেন। কোনো বিদেশি বাংলাদেশের রাজনীতির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না।’
মন্তব্য চালু নেই