সাংবাদিকের মুখ বন্ধ করলেন ক্যাটরিনা (ভিডিও)

মূলত নিজের ব্যক্তিগত কোন বিষয় নিয়ে বরাবর ই চুপচাপ থাকতে পছন্দ করেন বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ। কিন্তু মাঝে মাঝে সমালোচকদের মুখ বন্ধ করতে তার একটু-আধটু কথাও কিন্তু ভালই ঝড় বইয়ে দেয়।

মরক্কোতে শুটিং শেষে আজ মুম্বাই বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনাকে। তারকারা বিমানবন্দরে আসলে মিডিয়ায় খবর দেয়া হয়। অনেক সময় তারকারা নিজেরাই মিডিয়ায় ফোন করে জানায় তারা কবে, কখন এবং কোথায় আসছেন। কিন্তু এবার কাহিনী একটু ভিন্ন ছিল।

সেখানে ক্যাটরিনার সাথে তার কোন দেহরক্ষী ছিলেন না। তার ড্রাইভার তাকে পাহারা দিয়ে গাড়ির কাছে নিয়ে যাচ্ছিলেন। তিনি সাংবাদিকদের কোন জবাব না দিয়ে গাড়ির দিকে যাচ্ছিলেন। তখনি এক সাংবাদিক তাকে বলেন, ‘তোহ! ডাকলেন কেন?’ ক্যাটরিনাও মার্জিত সূরে উত্তর দেন, ‘আমি কাউকে আসতে বলিনি।’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই