সাংবাদিকের গালে অভিনেত্রীর চড় (ভিডিও)

যাই করুন না কেন আমার সঙ্গে লাগতে আসবেন না। সম্প্রতি এক সাংবাদিককে চড় মেরে মিডিয়াকে যেন এই হুমকিই দিলেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন বেল।

সম্প্রতি তার দ্য বস সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ক্রিস্টেন বেল। এ সময় ‘দ্য ফিক্স’ এর সাংবাদিক কেভিন ডনেলি অনুষ্ঠানের লালগালিচায় এ অভিনেত্রীর মুখের কাছে তার মাইক্রোফোন নিয়ে উল্টা পাল্টা কথা বলতে থাকেন। মাতাল সাংবাদিকের এমন কর্মকান্ডে বিরক্ত হয়ে সে স্থান থেকে চলে যেতে চান অভিনেত্রী ক্রিস্টেন। এ সময় সাংবাদিক তার হাত ধরে টান দেন এবং তাকে ‘বেবি’ বলে সম্বোধন করেন।

বিষয়টি মোটেও পছন্দ হয়নি অভিনেত্রী ক্রিস্টেন বেলের। তিনি সাংবাদিকের গালে কষে চড় মারেন এবং এতে উল্টে পড়ে যায় সে।

সাংবাদিককে চড় মারার এ ভিডিও পরবর্তীতে ছড়িয়ে পরে ইন্টারনেট। ইউটিউবেও পরবর্তীতে পাওয়া যায় সে ভিডিও। কিন্তু ভিডিওর ঘটনাটি সত্যি না মিথ্যা তা নিয়ে ধাঁধায় রয়েছেন দর্শকরা।

কারণ খোঁজ নিয়ে দেখা গেছে, এ রিপোর্টারের অন্য আর কোনো প্রতিবেদন নেই। এমনকি পুরো অনুষ্ঠান জুড়ে বিষয়টি নিয়ে বিচলিত হতে দেখা যায়নি অভিনেত্রী ক্রিস্টেন বেলকেও।

এদিকে অনেকেই মনে করছেন, বিষয়টি নিছক সাজানো একটি ঘটনা। অনেকের ধারণা মদ্যপ সাংবাদিক আর কেউ নন বরং অভিনেতা-কমেডিয়ান ব্রায়ান আঙ্গার।

দেখুন : সাংবাদিকের গালে চড় দেওয়ার সেই ভিডিও



মন্তব্য চালু নেই