সাংবাদিকদের প্রতি তাবিথের কৃতজ্ঞতা
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ঢাকা উত্তর মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাবিথ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এ আশা ও বিশ্বাস নিয়ে আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলাম। কিন্তু মঙ্গলবার নির্বাচনের দিন যা ঘটেছে, তা ভোট কারচুপির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যা আপনারা অবহিত আছেন। প্রার্থিতা ঘোষণার শুরু থেকেই সাংবাদিক হিসেবে আপনারা যতখানি সহযোগিতা করেছেন, এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, আগামী দিগুলোতেও আপনার সমর্থন, সহমর্মিতা ও সহযোগিতা পাব। আমিও সব সময় আপনার পাশে থাকতে চাই।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাবিথ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এ আশা ও বিশ্বাস নিয়ে আমি ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র প্রার্থী হয়েছিলাম। কিন্তু মঙ্গলবার নির্বাচনের দিন যা ঘটেছে, তা ভোট কারচুপির ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। যা আপনারা অবহিত আছেন। প্রার্থিতা ঘোষণার শুরু থেকেই সাংবাদিক হিসেবে আপনারা যতখানি সহযোগিতা করেছেন, এ জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি, আগামী দিগুলোতেও আপনার সমর্থন, সহমর্মিতা ও সহযোগিতা পাব। আমিও সব সময় আপনার পাশে থাকতে চাই।
মন্তব্য চালু নেই