সাংবাদিকদের নিয়ে মিথ্যা অভিযোগ করায় ইউপি চেয়ারম্যান আবুল কাশেমকে নিন্দা

মাগুরা প্রতিনিধিঃ রমজান উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ও কিছুক্ষণ পরই তা অস্বীকার করায় সদর উপজেলার কছুন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমকে প্রকাশ্য সভায় নিন্দা জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ ঘটনা ঘটে। জানা গেছে- ওই সভায় নিজের বক্তব্যের এক পর্যায়ে চেয়ারম্যান আবুল কাশেম সাংবাদিকদের তার সম্পর্কে বানোয়াট সংবাদ পরিবেশনের অভিযোগ আনেন। এ সময় তিনি বলেন- তার সম্পর্কে যা ঘটেনি তা নিয়ে সংবাদ পরেবেশন করা হচ্ছে। একজনের দোষ অন্যের কাঁধে চাপিয়ে দেয়া হচ্ছে। তিনি এ ধরনের কাজ করা থেকে সাংবাদিকদের বিরত থাকার আহবান জানান।
এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে জেলা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু সাংবাদিকদের পক্ষে চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা দাবী করেন। তিনি এ ধরনের ঢালাও অভিযোগের প্রতিবাদ ও বক্তব্য প্রত্যাহারের দাবী করেন। এ সময় অন্যান্য সাংবাদিকরাও তার সঙ্গে কন্ঠ মেলান। কিছুক্ষন পরই চেয়ারম্যান আবুল কাশেম এ ধরনের কোন বক্তব্য দেননি বলে প্রকাশ্য সভায় মিথ্যাচার করেন। সঙ্গে সঙ্গে সাংবাদিকরা তার কথার কড়া প্রতিবাদ করেন। এ সময় সাংবাদিকরা তাকে মিথ্যাবাদি হিসেবে প্রকাশ্য সভায় ভৎসনা করেন। মাগুরাবার্তার সম্পাদক ও এসএটিভির জেলা প্রতিনিধি রূপক আইচ তার কাছে এ বক্তব্যের ভিডিও রেকর্ড আছে বলে জানালে তিনি (আবুল কাসেম) চুপসে যান। এ সময় মাগুরার সাংবাদিকদের কাছের মানুষ হিসেবে পরিচিত সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিয্দ্ধোা রুস্তম আলীর মধ্যস্ততায় ঘটনার মিমাংসা হয়। পরে চেয়ারম্যান আবুল কাশেম ক্ষমা চেয়ে তার বক্তব্য প্রত্যাহার করেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন-দৈনিক খেদমতের সম্পাদক খান শরাফত হোসেন, ডেইলি অবজারভারের সাংবাদিক হোসেন সিরাজ, মাছরাঙ্গা টিভির আবু বাসার আখন্দ, ডেলি সান এর খান রকিবুল হক দিপু, বাংলাদেশ প্রতিদিনের রাশেদ খানসহ অন্যরা।
মন্তব্য চালু নেই