সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬
রবিউল ইসলাম শাহীন, জেলা প্রতিনিধি, পাবনা : ঢাকা-পাবনা মহা সড়কের টাঙ্গাইল চৌরাস্তায় ট্রাক উল্টে নিহত হয়েছে মহরম(৩৫) নামের এক ব্যক্তি। আহত হয়েছে একই পরিবারের ৫জন। নিহত মহরম সাঁথিয়া উপজেলার শিবরামপর গ্রামের তমেজ উদ্দিনের ছেলে।
জানা যায়, মহরম তার ভাই ভাতিজী ছেলে মেয়েকে নিয়ে ঢাকা মুক্তারপুর থেকে গত সোমবার দিনগত রাত ১০টায় একটি ট্রাকে পাবনার উদ্দেশ্যে রওনা দেয়। রাত আনুমানিক ৩ টার দিকে উক্তস্থানে ট্রাক চালক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই মহরম মারা যায়। আহত আলমগীর (২৮), ময়ফা খাতুন(২) লিলি (৮), নাছিমা (৮),আবুল কাশেম (৯) আহত হয়। আহতদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই