সহযোগী ও অস্ত্রসহ যুদ্ধফেরত জঙ্গি নেতা আটক
কর্মী সংগ্রহ করতে এসে অস্ত্র ও গোলাবারুদসহ রাজধানীতে গোয়েন্দা পুলিশের হাতে আটক হলেন যুদ্ধফেরত জঙ্গি নেতা রাকিবুল ইসলাম (২০)। তার স্বীকারোক্তি অনুযায়ী কুমিল্লার কোতোয়ালী থেকে আরো ২ সহযোগীকে আটক করা হয়েছে। তারা হলেন- জামান ও হাকিম।
রাকিবুল সিরিয়ায় আইএস জঙ্গিদের পক্ষে যুদ্ধ করে সবে দেশে ফেরত এসেছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
রোববার ভোর সাড়ে ৫টায় গোয়েন্দা অপরাধ তথ্য বিভাগের একটি দল মতিঝিলের শাপলা চত্বরে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে। তার ব্যাগ থেকে চারটি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে কুমিল্লার কোতোয়ালী থানার মগবাড়িয়া এলাকা থেকে আটক করা হয় জামান ও হাকিমকে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তার রাকিবুল মূলত টাকার বিনিময়ে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়ীয়া এলাকায় অস্ত্র পরিবহন করে থাকেন।
সোমবার সকালে রাজধানীর মিন্টোরোডের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ডিসি ডিবি মাসুদুর রহমান, উপ-কমিশনার মনিরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই