সহজ রেসিপিতে ঝটপট বিরিয়ানি

এই ব্যস্ত জীবনে কার কাছে এতটা সময় আছে কঠিন কিছু রাঁধার? কিন্তু তাই বলে ভালো খাবার খাওয়া হবে না? নিশ্চয়ই হবে। চলুন জানি, শারমিন হকের ঝটপট বিরিয়ানি রেসিপি।

উপকরণ:

– গরুর মাংস বা খাসির মাংস ২ কেজি

– পোলাওর চাল ১ কেজি

– তেল পরিমাণ মত

– পেঁয়াজকুচি ৩ কাপ

– পেঁয়াজ বাটা ১কাপ

– কাঁচা মরিচ ১৪/১৫টি

– আলু বোখারা ৪/৫টি

– দারুচিনি ,এলাচি,তেজপাতা

– বড় বড় করে কাটা আলু ,

– বিরিয়ানি মসলা ২ টেবিল চামচ

– আদা বাটা ১ টেবিল চামচ

– রসুন বাটা ১ টেবিল চামচ

– ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো ২ চাচামচ করে

– এক কাপ ঘন দুধ ( পাউডার দুধ পানিতে
গুলিয়ে নিতে পারেন )

প্রস্তুত প্রনালি :

-মাংস ধুয়ে নিন।

-এবার প্রেশার কুকারে তেল দারুচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ কুচি ২ কাপ ও পেঁয়াজ বাটা এককাপ, আদাবাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ, ২চা চামচ লাল মরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা সব দিয়ে মাখিয়ে প্রেসার কুকারে রান্না করুন।

-এরপর আলু গুলো দিয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে রাখুন।

-এবার অন্য হাঁড়িতে তেল বাকিটা দিন।

-এককাপ পেঁয়াজ কুচি, দারুচিনি,এলাচ,তেজপাতা চাল দিয়ে ভাল করে ভেজে আদাবাটা ও রান্নাকরা মাংস ও বিরিয়ানি মশল্লা মিশিয়ে পরিমাণ মত গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিন। প্রেসার কুক করতে চাইলে একটা সিটি দিয়েই নামিয়ে ফেলবেন।

-চুলায় করলে পানি কমে এলে চুলার আচঁ কমিয়ে দিন কাচাঁ মরিচ, আলু বোখারা ও দুধ দিয়ে দিন। প্রেসার কুকারে সব আগেই দিয়ে দেবেন। এক সিটি দিয়ে কুকার বণ্ড করে রাখুন ১৫ মিনিট। এটাই দম দেয়ার কাজ করবে।

-ঝরঝরে হয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন ঝটপট বিরিয়ানি।



মন্তব্য চালু নেই