সহজ গ্রুপে পড়ায় ‘খুশি’ জার্মানি

জার্মানি কোচ জোয়াকিম লো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের ড্র নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। ফেবারিট হিসেবেই জোয়াকিম লো’র দল বাছাইপর্বের জন্য মাঠে নামবে।

বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলে থাকা জার্মানির সঙ্গে থাকা অপর পাঁচ দল হলো- চেক রিপাবলিক, নর্দান আয়ারল্যান্ড, নরওয়ে, আজারবাইজান ও সান ম্যারিনো।

সেই তুলনায় কঠিন গ্রুপে পড়েছে স্পেন, ইতালি, ফ্রান্স ও নেদারল্যান্ড। স্পেন-ইতালি একই গ্রুপে পড়েছে। অন্যদিকে নেদারল্যান্ডের গ্রুপে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স রয়েছে।

যাইহোক, বিশ্বকাপ বাছাইপর্বে সহজ গ্রুপে পড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন জার্মান কোচ জোয়াকিম লো। তিনি বলেন, ‘ড্র নিয়ে আমরা অবশ্যই সন্তুষ্ট। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আমরা এমনটাই চেয়েছিলাম। গ্রুপে আমরাই ফেবারিট। চেক রিপাবলিক, নর্দান আয়ারল্যান্ড ও নরওয়ে উচ্চাকাঙ্খী দল। সাম্প্রতিক সময়ে তারা বেশ দারূণ পারফরম্যান্স করছে।’

গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘জি’ সবচেয়ে কঠিন। সেই সম্পর্কে জোয়াকিম লো বলেন, ‘ফ্রান্স, নেদারল্যান্ড ও সুইডেনকে নিয়ে গ্রুপ ‘এ’ এবং ইতালি ও স্পেনের সমন্বয়ে গঠিত গ্রুপ ‘জি’ অনেক কঠিন এবং ইন্টারেস্টিং।’

তবে বিশ্বকাপ নয়, জার্মানির আপাতত লক্ষ্য আগামী বছরের ইউরো কাপ। সেই সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব নিয়ে চিন্তা করছি। তারপরই আমরা রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব নিয়ে মাথা ঘামাবো।’



মন্তব্য চালু নেই