সহজে সুস্বাদু ফ্রেঞ্চ ক্রিম ক্যারামেল ফ্লান
ডিম আর ঘন দুধ, সুস্বাদ পেতে আর কিছু কি চাই? চলুন, শারমিন হকের কাছ থেকে জেনে নিই জিভে জল আনা একটি দারুণ রেসিপি।
উপকরণ
ডানো ক্রিম এক কৌটা
ডিম ৪ টি
কনডেন্স মিল্ক ১ কৌটা
এক চিমটি লবণ
প্রস্তুত প্রনালী
-আধা কাপ চিনি ১ টেবিল চামচ পানি দিয়ে পুডিং বসানোর বাটিতে ক্যারামেল করে নিতে হবে।
-উপরের সব উপকরণ হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিন। এবার ক্যারামেল করা বাটিতে ঢেলে ভাপে জমিয়ে নিতে হবে। এতে ৩০-৩৫ মিনিট সময় লাগবে।
-এবার সার্ভিং ডিশে উল্টে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।
মন্তব্য চালু নেই