সহজে উইকিপিডিয়া ব্যবহার করবেন যেভাবে

কি নেই উইকিপিয়ায়। আলপিন থেকে হাতি। দাদু থেকে নাতি। সেলেব থেকে আম আদমি। জনতা থেকে রঙ বাদামি। সব কিছুর এক পলকে বিস্তারিত জানার মুশকিল আসানের নাম হল উইকিপিডিয়া। সহজ ভাষায় যাকে ইন্টারনেট বিশ্বের সবজান্তা বলা যায়।

উইকিপিডিয়ায় ছাড়া গোটা দুনিয়া অচল। দিন যত বাড়ছে উইকিপিডিয়া তত ভারী হচ্ছে। বাকি সব ভাল উইকিপিডিয়ার, শুধু একটা জিনিস ছাড়া। বড় বেশি অপ্রয়োজনীয় তথ্য দেওয়া হল এখানে। আমার হয়তো দরকার কোনও বিখ্যাত ব্যক্তি সম্বন্ধে জানার, সেখানে এমন সব তথ্য দেওয়া থাকে যার আড়ালে ঢাকা পড়ে যায় আসল জিনিসটা।

খড়ের গাদা থেকে আসল রত্নটা খুঁজে বের করাটাই চ্যালেঞ্জ। কিন্তু উপায় একটা আছে। সেটাও আবার বেশ সহজ। আচ্ছা নিন বলছি।

যে কোনও একটা উইকি পেজ খুলুন। ধরুন সেটা শচিন টেন্ডুলকার। এবার দেখুন পেজটা খুলতেই ওপরের URL-এ লেখা https://en.wikipedia.org/ wiki/ Sachin _ Tendulkar। নিন এবার ওই যে .wikipedia-র আগে en বলে লেখাটা আসছে সেটাকে মুছে বা ডিলিট করে লিখে ফেলুন simple। এবার enter বটনে প্রেস করুন। দেখবেন ‘wikipedia’ মেদ ঝরিয়ে একেবারে তন্বি মেয়ের মত হাজির হয়ে প্রয়োজনীয় সব তথ্য জানাচ্ছে। বেশ কয়েকটা পাতা কাটছাঁট করে দেড় পাতায় হাজির শচিন। এভাবে সব উইকি পেজেই ‘simple’ ট্রিকস কাজ করে।



মন্তব্য চালু নেই