সস্তা ফোনের বুকিং বন্ধ
গণমাধ্যমগুলোতে কয়েকদিন আগে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল ভারতের সবচেয়ে কমদামের স্মার্টফোন। মাত্র ২৫১ রুপিতে ফোনটি বিক্রির ঘোষণা দিয়েছিল দেশটি। ১৮ ফেব্রুয়ারি থেকে অনলাইনে বুকিং নেয়াও শুরু হয়েছিল ‘ফ্রিডম ২৫১’ নামের ফোনটির জন্য।
তবে হঠাৎ করেই ঘটেছে বিপত্তি। ফোনটি কেনার জন্য সেকেন্ডে আবেদন পড়েছে ৬ লাখ। এর মধ্যে ভেঙে পড়েছে বুকিং করার ওয়েবসাইটটি। ২৪ ঘণ্টার মধ্যে সমস্যা সমাধানের ইঙ্গিত দিয়েছিলও কর্তৃপক্ষ। তবে তাতে কোনো কাজই হয়নি। শনিবার থেকে ফোনটি বুকিং নেয়া বন্ধ করে দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রিংগিং বেলস।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সস্তাদরের অ্যানড্রয়েড হ্যান্ডসেটটি freedom251.com ওয়েবসাইটে বুকিং নেয়া হচ্ছিল। ২৫১ রুপির ফোন সংগ্রহে গ্রাহকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। অতিরিক্ত চাহিদাই বুকিং বন্ধের কারণ বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
বুকিং কার্যক্রম বন্ধের ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, ‘ফ্রিডম ২৫১-এর চাহিদা আমাদের প্রত্যাশা ছাড়িয়ে গেছে। এখন প্রথম পর্যায়ের বুকিং কার্যক্রম বন্ধ ঘোষণা করা হচ্ছে। পরবর্তী ধাপে আবারো বুকিং নেয়া হবে।’
১৮ ফেব্রুয়ারি স্মার্টফোনটি সংগ্রহে নিবন্ধন শুরু করে রিংগিং বেলস। প্রতিষ্ঠানের দেয়া তথ্যানুযায়ী, প্রথম দিনেই ৩ কোটি ৭০ লাখ ইউনিট স্মার্টফোনের ক্রয়াদেশ এসেছে। দ্বিতীয় দিনে এ সংখ্যা দাঁড়ায় ২ কোটি ৪৭ লাখ ইউনিটে। সস্তা দরের কারণে ফ্রিডম ২৫১-এর খবর বিশ্বব্যাপী চমক তৈরিতে সক্ষম হয়।
সাশ্রয়ী মূল্যের ডিভাইসটি দেখতে শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আইফোনের মতো। তবে ফ্রিডম ২৫১-এর সাশ্রয়ী মূল্য নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক বিশ্লেষক। এ নিয়ে ভারতের টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অভিযোগও জানিয়েছেন তারা। বর্তমানে তথ্য প্রযুক্তি বিভাগের সঙ্গে যৌথভাবে নয়ডাভিত্তিক রিংগিং বেলসের আর্থিক কাঠামো খতিয়ে দেখছে দেশটির আয়কর বিভাগ।
মন্তব্য চালু নেই