সশস্ত্র পাহারায় আ.লীগের জনসভা, ছাত্রলীগের ভাঙচুর

৫ জানুয়ারি আওয়ামী লীগের ‘গণতন্ত্র রক্ষা’ দিবস উপলক্ষে ফেনী শহরের গুরুত্বপূর্ণ স্থানে সশস্ত্র পাহারায় সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

অপর দিকে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে বিএনপি ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালনে সমাবেশ করতে চাইলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

সোমবার বিকেলে শহরের বাঁশপাড়া, পিটিআই, মহিপালে মুখোশধারী ছাত্রলীগ, যুবলীগ নেতারা অস্ত্র ও লাঠি হাতে মহড়া দিচ্ছে। অন্য দিকে চলছে আওয়ামী লীগের জনসভা।

এতে বক্তব্য দেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।

এদিকে সোমবার বিকেল ৫ টায় জনসভা চলাকালে শহরের ট্রাংক রোডে ককটেল বিস্ফোরণ হলে অনিক নামে এক পথচারী গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় ছাত্রলীগের বিক্ষুদ্ধ কর্মীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আজিজ আহম্মদ চৌধুরীর গাড়ি ভাঙচুর করে।

এদিকে ছাত্রদলকর্মীদের সামবেশ করতে বাধা দেয়ার প্রতিবাদে সড়কে আগুন জ্বেলে সমাবেশ করে।

এর আগে দুপুরে মিছিল করার সময় জেলা ছাত্রদলের নেতা ফরহাদ উদ্দিন চৌধুরী ও ইকবাল হোসেনকে আটক করা হয়। রোববার রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।



মন্তব্য চালু নেই