সলমনের সঙ্গে অভিনয়, ৬-৮ কেজি ওজন ঝরাতে হবে সোনমকে
দিলীপ মজুমদার (কলকাতা): ৬ থেকে ৮ কেজি ওজন কমাতে হবে সোনম কাপুরকে।পরিচালক সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সলমন খানের নায়িকা তিনি শুটিং শুরু হয়ে গিয়েছে।।কিন্তু ছবির গল্পের প্রয়োজনে তাঁকে মেদ ঝরাতে বলা হয়েছে।তবে মাছ, চিকেন, স্যালাড সবই খেতে পারবেন তিনি, যদিও পরিমিত পরিমাণে।
এর আগে আরবাজ খানের ‘ডলি কি ডোলি’ ছবির জন্যও ।ওজন কমাতে হয়েছিল সোনমকে।ওই ছবিতে পাঞ্জাবী মেয়ের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।ফের ওজন ঝরাতে প্রতিদিন প্রচুর কসরত করছেন সোনম।তাঁর ব্যক্তিগত ট্রেনার রাধিকা কার্লে জানাচ্ছেন, লোহা তুলছেন তিনি।হৃদযন্ত্র সংক্রান্ত কিছু ব্যায়াম করছেন।‘ইন্টারভ্যাল ট্রেনিং’ও নিচ্ছেন।
সোনম নাকি সলমনের সঙ্গে অভিনয় করবেন বলে মুখিয়ে ছিলেন।এর আগে দুজনে একসঙ্গে কাজ করেছেন একটিমাত্র ছবিতে, সাওয়ারিয়া-তে।প্রেম রতন ধন পায়ো-তে অফার পেয়ে তিনি নাকি লুফে নেন।ছবিতে ডাবল রোলে রয়েছেন সলমন।তাঁর বিপরীতে রয়েছেন সোনম।
মন্তব্য চালু নেই