সর্বোচ্চ পুরস্কার পেলো গুণের ‘নেকাব্বরের মহাপ্রয়ান’
আজ ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’-এ সর্বোচ্চ পাঁচটি পুরস্কার পেয়েছে মাসুদ পথিকের চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ড. সাইম রানা, শ্রেষ্ঠ গায়িকা মমতাজ, শ্রেষ্ঠ গীতিকার- মাসুদ পথিক, শ্রেষ্ঠ সুরকার-বেলাল খান, শ্রেষ্ঠ মেকআপম্যান হিসেবে আবদুর রহমান জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন।
নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের কাহিনিভিত্তিক ছবিটি। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, প্রবীর মিত্র, শিমলা, জুয়েল, বাদল শহিদ, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, রানী সরকার, রেহানা জলি, তারেক মাহমুদ, শেখ শাহেদ, সৈয়দ জুবায়ের, ফারহানা সুচি, সোহেল বয়াতি প্রমুখ।
মন্তব্য চালু নেই