সর্বকালের সেরা মেসি (ভিডিও)

চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সেরা গোলের মালিক এখন লিওনেল মেসি। ৭৩ গোল নিয়ে তিনি এখন সবার ওপরে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাপোয়েলের বিপক্ষে তিনি এই রেকর্ড গড়েন। খেলার ৩৮ মিনিটের মাথায় রাফিনহোর ক্রস থেকে প্রথম গোল করেন। আর এতেই মেসির রেকর্ড খাতায় যোগ হয় নতুন ইতিহাস। লা লিগার পর এবার চ্যাম্পিয়ন্স লিগেও সবার ওপরে উঠে এলেন মেসি।

এখানেই থেমে থাকেন তিনি। উচ্চতার স্থানটি আরো একটু পাকা করে রাখলেন দ্বিতীয় গোল করে। ম্যাচের ৫৮ মিনিটের মাথায় দানি আলভেসের বাড়ানো বল থেকে বাঁ পায়ের শটে অ্যাপোয়েলের জালে দ্বিতীয় গোল করেন মেসি।

এর আগে আয়াক্সের বিপেক্ষে জোড়া গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে রাউল গঞ্জালেসের ৭১ গোলের রেকর্ডটি স্পর্শ করেন মেসি।

২৭ বছর বয়সি মেসি ৯১ ম্যাচে ৭৩ গোল পূর্ণ করলেন। মেসিকে তাড়া করার মতো আছেন একমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো। ১০৬ ম্যাচে গোল সংখ্যা ৭০।

রাউল গঞ্জালেস ১৪২ ম্যাচ খেলে করেছিলেন ৭১ গোল। যা এতদিন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলাদাতার রেকর্ডটি ধরে রেখেছিল।

https://www.youtube.com/watch?feature=player_embedded&v=_szX-p5DJHI



মন্তব্য চালু নেই