সর্বকালের ব্যবসাসফল দশ চলচ্চিত্র

বাণিজ্যিক সফলতাই একটি চলচ্চিত্রের প্রধান শর্ত নয় কখনও। কালোত্তীর্ণ অনেক চলচ্চিত্রই ছিলো বাণিজ্যিকভাবে অসফল। তবে বাণিজ্যও একটা মাপকাঠি বটে, যা দিয়ে চলচ্চিত্রকে বিচার করা হয়। সেই মাপকাঠিতে জুরাসিক পার্ক চলচ্চিত্র সিরিজের চতুর্থ ‍সিক্যুয়ালই আন্তর্জাতিক বক্স অফিসে অনেকদিন যাবৎ রাজত্ব করে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড পরিমাণ ৫০ কোটি ডলার আয় করে। সারা বিশ্বের ৬৬ দেশে প্রদর্শিত জুরাসিক ওয়ার্ল্ড সবচেয়ে জনপ্রিয় শো ছিল।

নিচের তালিকায় দেখুন, এমনই কিছু চলচ্চিত্রের ব্যবসায়িক সফলতার বিবরণ ।

001202

১. মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স
বক্স অফিস আয়ঃ ৮৫০ কোটি মার্কিন ডলার।

10993-17xek96

২. হ্যারি পটার
আয়ঃ ৭৭০ কোটি মার্কিন ডলার

10993-13hinzg

৩. জেমস বন্ড
আয়ঃ ৬২০ কোটি মার্কিন ডলার

10993-1lbzzqi

৪. টলকিন’র মিডল আর্ট
আয়ঃ ৫৯০ কোটি মার্কিন ডলার

10993-52w6fv

৫. স্টার ওয়ারস
আয়ঃ ৪৪০ কোটি মার্কিন ডলার

10993-qo1e3p

৬. স্পাইডার ম্যান
আয়ঃ ৪০০ কোটি মার্কিন ডলার

10993-d5tbpk

৭. দি ফাস্ট অ্যান্ড দি ফিউরিয়াস
আয়ঃ ৩৯০ কোটি মার্কিন ডলার

10993-1m1igxr

৮. ব্যাটম্যান
আয়ঃ ৩৮০ কোটি মার্কিন ডলার

10993-wk4ffo

৯.ট্রান্সফরমারস
আয়ঃ ৩৮০ কোটি মার্কিন ডলার

10993-uevhgc

১০. পাইরেটস অব দি ক্যারিবিয়ান
আয়ঃ ৩৪০ কোটি মার্কিন ডলার



মন্তব্য চালু নেই