‘সরকার হিটলারি পন্থা অবলম্বন করছে’
ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের আন্দোলন দমনের নামে সরকার হিটলারি পন্থা অবলম্বন করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ।
জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে শনিবার আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়াসহ সাত দফা দাবিতে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ এ অবস্থান কর্মসূচি পালন করে।
এমাজউদ্দীন আহমদ বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার নাম করে বর্তমান সরকার একদলীয় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে।’
তিনি বলেন, ‘হিটলার যেমন একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিরোধীদের দমনের জন্য অত্যাচার নিপীড়ন চালিয়েছিল, তেমনি বর্তমান সরকার বিরোধীদের দমনে হিটলারি পন্থা অবলম্বন করছে।’
‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে দেশের গণতন্ত্র নিহত হয়েছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে এখন কথা বলা ও চলাফেরার স্বাধীনতাটুকুও অবশিষ্ট নেই। এভাবে চলতে থাকলে তাহলে হয়ত একদিন দেখব দেশের স্বাধীনতাও নেই।’
এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘খালেদা জিয়া বর্তমানে কিভাবে আছেন, কেমন আছেন আমরা জানি না। যে মানুষটি দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনের ডাক দিয়েছেন, তাকে আজ অবরুদ্ধ করে রাখা হয়েছে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন— সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।
মন্তব্য চালু নেই