সরকার মুক্তিযুদ্ধকে একটি পণ্যে পরিণত করেছে: হাফিজ
সরকার মুক্তিযুদ্ধকে একটি পণ্যে পরিণত করেছে। রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাফিজ অভিযোগ করে বলেন, বর্তমান ক্ষমতাসীনদের তৈরি মুক্তিযোদ্ধার তালিকা অবৈধ। ১৯৭১ সালে যুদ্ধক্ষেত্রে কম-বেশি এক লাখ মুক্তিযোদ্ধা ছিলেন। এখন মুক্তিযোদ্ধা তিন লাখে পরিণত হয়েছে।
মুক্তিযোদ্ধাদের নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এই বিএনপি নেতা।
তিনি আরো বলেন, এ অবৈধ সরকারের আমলে ১৫০ জন কর্মকর্তা এবং ১৬ জন সচিব ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই নিয়ে মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট নিতে হবে, এটি দুঃখজনক। মুক্তিযুদ্ধের সেনাপ্রধান বেঁচে না থাকলেও উপ-সেনাপ্রধান এ কে খন্দকার এখনো বেঁচে আছেন। মুক্তিযোদ্ধাদের সনদ দেয়ার অধিকার একমাত্র যুদ্ধক্ষেত্রের সেনাপ্রধানেরই থাকা উচিত বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমদ।
মন্তব্য চালু নেই