‘সরকারের শেষ ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচন’
এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : মধ্যবর্তী বা আগাম নির্বাচন .বিষয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগাম নির্বাচন নয়, সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের শেষ ৯০ কার্যদিবসের মধ্যে আগামী নির্বাচন হবে। এর আগে কোনো নির্বাচন হবে না। তিনি বলেন, পার্লামেন্টের ধারায় একটি নির্বাচিত সরকার ৫ বছর মেয়াদ শেষ করে পরবর্তী নির্বাচনের দেয়। তবে আমরা এর আগেই তফসিল ঘোষণা করবো। তা হবে সরকারের শেষ ৯০ কার্য দিবসের মধ্যে। সে অনুযায়ী বাংলাদেশ আওয়ামীলীগ দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীর হাইজিং এস্টেটে সদ্য প্রয়াত সাংবাদিক বিজন সেনের বাসভবনে তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ে সহ আত্মীয়-স্বজনদের সমবেদনা জানানো শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন। এছাড়াও মন্ত্রী বিএনপি শীর্ষস্থানীয় রাজনৈতিকদের বিচার কার্যক্রম শুরু বিষয়ে বলেন, এটি একটি আইনি প্রক্রিয়া। বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে এসব বিষয়ে কোনো মন্তব্য করা উচিত নয় বলেও তিনি জানান। এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, সাংবাদিক একেএম যোবায়ের, সামছুল হাসান মীরন প্রমুখ।
মন্তব্য চালু নেই