‘সরকারের ব্যর্থতায় ব্লগার হত্যা’
সরকারের ব্যর্থতার কারণেই ব্লগার হত্যার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে জামায়াত ইসলামী। ব্লগ লেখক নিলাদ্রী চট্টোপাধায় ওরফে নিলয়ের হত্যার তীব্র নিন্দা জানিয়ে দলটি এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের নির্বাহী পরিষদ হামিদুর রহমান আযাদ এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, বাসার ভেতরে নীলয় হোসেন ওরফে নীল নামে এক ব্লগারকে দুর্বৃত্তদের জবাই করে হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এ ঘটনায় আবারও প্রমাণিত হলো, দেশের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার চরমভাবে ব্যর্থ।
বিবৃতিতে বলা হয়, একের পর এক এ ধরনের হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে। অথচ সরকার হত্যাকাণ্ড রোধ এবং হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করতে বার বার ব্যর্থ হচ্ছে।
তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। নীলয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে হামিদুর রহমান আযাদ বলেন, নিরপেক্ষ তদন্তে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে কর্তৃপক্ষে প্রতি আহ্বান জানাচ্ছি।
মন্তব্য চালু নেই