সরকারের দায়িত্ব ইসরাইলী বর্বরতার প্রতিবাদ করা : মান্না

দেশের ১৬ কোটি মানুষের পক্ষ থেকে গাজায় ইসরাইলী নৃসংশতার বিরুদ্ধে সরকারকে প্রতিবাদ জানানো আহ্বান করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উইমেনস ফর গুড গর্ভনেন্স ও সম্মিলিত নারী সমাজ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।

মান্না বলেন,আমি সরকারের গুণ, বৈধতা, অবৈধতা নিয়ে প্রশ্ন করছি না। এখন তাদের দায়িত্ব বাংলাদেশের ১৬ কোটি মানুষের হয়ে গাজায় ববর্র হত্যাকাণ্ডের প্রতিবাদ করা। মন্ত্রিসভায় গাজায় ইসরাইলে বর্বরতার নিন্দা প্রস্তাব পাশ করানোয় সরকারকে ধন্যবাদ জানিয়ে মান্না বলেন,শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের যারা বন্ধু রাষ্ট্র এবং যাদের সঙ্গে কূটনৈতিক সর্ম্পক আছে তাদের সঙ্গে আলোচনা করে প্রতিবাদ ও নিন্দা জানাতে হবে। সেই সঙ্গে গাজায় হামলা বন্ধে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, মানুষ যত দুর্যোগের মধ্যে থাকুক না কেন বিশ্ব মানবতার ডাকে সব সময় সাড়া দেয়। এবারও গাজায় বর্বর হামলার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। গাজাবাসীর প্রতি সহমর্মিতার দৃষ্টিতে তাকাতে হবে।



মন্তব্য চালু নেই