সরকারের গুম-খুনের দায় নেবে না জাপা

সরকারের খুন গুম অপহরণের দায় জাতীয় পার্টি নেবে না বলে জানিয়েছেন পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শনিবার পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সামনে রেখে পার্টির প্রস্তুতি কমিটির ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বাবলু বলেন, ‘রাজপথে আন্দোলন করে সরকার পতনে বিশ্বাসী নয় জাতীয় পার্টি। আমরা গণতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী। এ জন্য সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।’

তিনি বলেন, ‘কৌশলগত কারণে আমরা সরকারে আছি। সরকারের পার্টনার হিসেবে নয়। কৌশলটা হলো ৫ জানুয়ারি নির্বাচনের আগে সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছিল। সংবিধানকে সমুন্নত রাখার জন্য নির্বাচনে অংশ নিয়েছিলাম। মানুষ সত্যি শান্তি চেয়েছিল। জাতিকে ঐক্যবদ্ধ করতেই আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। কিন্তু এ জন্য  সরকারের খুন গুম অপহরণের দায় নেবে না জাতীয় পার্টি।’

মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিনজন সদস্য থাকা সত্ত্বেও তারা পার্টনার নয় কেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৫০ জনের মন্ত্রিসভায় তিনজন মন্ত্রী থাকা না থাকার মধ্যে তফাৎ নেই।’

সংবাদ সম্মেলনে বাবলু আরো বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়লে আন্দোলনে যাবে জাপা। জনগণকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনে যাবো।’

এসময় তিনি জানান, ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে এরশাদ এক বছরের সাংগঠনিক কর্মসূচি ঘোষণা দেবেন।

সংবাদ সম্মেলনে পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি, এমএ হান্নান, অ্যাডভোকেট সালমা ইসলাম, যুগ্ম মহাসচিব রেজাউল করিম ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই