সরকারি দলের অঙ্গসংগঠন হিসেবে কাজ করেছে ইসি : রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তিন সিটি নির্বাচনে যা হলো তা ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনের নব্য সংস্করণ মাত্র। এ নির্বাচনে শুধু আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনই নয়, নির্বাচন কমিশনও (ইসি) সরকারি দলের অঙ্গসংগঠন হিসেবে কাজ করেছে।

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জেএসডি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আ স ম রব বলেন, নির্বাচন হচ্ছে সকল দল, মত ও পথের মানুষের ভোটের উৎসব। কিন্তু তিন সিটি নির্বাচন হয়ে গেল, এখানে ভোটারের কোনো উৎসব ছিল না। এটা ছিল সরকারি দলের ভোট কারচুপির উৎসব।

তিনি বলেন, নির্বাচনের দিন সকাল থেকে কমিশনে মেয়র-কাউন্সিলর প্রার্থীদের অগণিত অভিযোগ দায়ের করা হলেও কমিশন এ ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বরং সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, কোনো প্রার্থীর কাছ থেকে কোনো কেন্দ্রে কোনো ধরনের অনিয়ম, কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ তারা পাননি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন ১৪ দলে যোগ দিয়েছে। ফলে ১৪ দল এখন ১৫ দলে পরিণত হয়েছে।নির্বাচন কমিশনের আচরণ সরকার সমর্থিত একটি দলের মতো। নির্বাচন কমিশন এখন একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।



মন্তব্য চালু নেই