‘সরকারি খুতবা’ প্রত্যাখ্যান, আন্দোলনের হুমকি হেফাজতের নারায়ণগঞ্জ শাখার

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশব্যাপী জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছে নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলাম। বিষয়টিকে ‘অবৈধ হস্তক্ষেপ’ অবিহিত করে এর বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলা হেফাজতে আমির মাওলানা আবদুল আউয়াল।

শুক্রবার শহরের ডিআইটি কেন্দ্রীয় রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন।

হেফাজতের নারায়ণগঞ্জের আমির বলেন, ‘এভাবে খুতবা চাপিয়ে দেওয়ার ইতিহাস বিগত ৭০ বছরেও পাওয়া যায়নি। এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রয়োজনে আন্দোলনে নামা হবে।’ এসময় উপস্থিত হাজার হাজার মুসল্লি খতিবের কথার প্রতি সমর্থন জানান।

রেলওয়ে জামে মসজিদে জুমার নামাজের খুতবার সময়ে হেফাজতের জেলা আমির ইসলামিক ফাউন্ডেশনের খুতবার কাগজ মুসল্লিদের সামনে উঁচু করে ধরে বলেন, ‘এ ধরনের খুতবা চাপিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন অবস্থা হবে যে সরকারি সার্টিফিকেটধারী খতিব ছাড়া কেউ নামাজ পড়াতে পারবেন না। কিন্তু একজন মুসলমান হিসেবে দ্বীনের ওপর এমনভাবে কিছু চাপিয়ে দেওয়ার বিষয়টি মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

এদিকে, জেলার কয়েকটি মসজিদ ছাড়া বেশিরভাগ মসজিদেই ইসলামিক ফাউন্ডেশনের খুতবা পাঠ করা হয়নি বলে জানিয়েছেন জেলা হেফাজতে ইসলামের সমন্বয়ক মাওলানা ফেরদাউসুর রহমান। তবে আন্দোলনের বিষয়ে সুনির্দিষ্ট কোনও কিছু জানাতে পারেননি তিনি।



মন্তব্য চালু নেই