সরকারকে পদত্যাগের আহ্বান প্রবাসী বিএনপি নেতাদের
শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন প্রবাসী বিএনপি নেতারা।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান প্রবাসী নেতারা।
দেশের চলমান সঙ্কটজনক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, গত বছরের ৫ জানুয়ারি ‘ভুয়া নির্বাচনকে’ কেন্দ্র করে দেশে যে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়, তা বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। এতে নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা ও শঙ্কা গোটা জাতিকে গ্রাস করেছে।
বিবৃতিতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধ-হরতালের কথা তুলে ধরে বলা হয়, সরকার চলমান আন্দোলনকে প্রচণ্ড দমন-পীড়ন চালিয়ে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে। ফলে গোটা দেশে সৃষ্টি হয়েছে এক সহিংস পরিস্থিতি। জনজীবনে শান্তি হারিয়ে গেছে।
গ্রেপ্তার, নির্যাতন, ক্রসফায়ার-সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরে বিবৃতিতে বলা হয়, দেশে আজ যে পরিস্থিতি বিরাজ করছে তার মূলে রয়েছে ৫ জানুয়ারির নির্বাচন। ‘একতরফা’ নির্বাচন থেকে উদ্ভূত সঙ্কট কেবল গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সুরাহা সম্ভব।
সরকারকে পদত্যাগের আহ্বান জানান- সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম মালেক, যুক্তরাজ্য বিএনপির সভাপতি শাইয়াস্তা চৌধুরী কুদ্দুছ, সাধারণ সম্পাদক এম কয়ছর আহমদ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম, সিনিয়র যুগ্ম-সম্পাদক নাসিম চৌধুরী, যুবদল আহ্বায়ক দেওয়ান নিয়াজ, যুব বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আহমদ, সদ্যস সচিব আবুল হোসেন, বেলজিয়াম বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক সাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু, মনোয়ার হোসেন মুন্না, আলী জাহাঙ্গীর, সৈয়দ মাহমুদ আক্কাছ, আবুল হাসনাত শামছুল, ভিপি মোয়াজ্জেম, জসিম মোল্লা, আলম হোসেন, রকিব, শ্যামল, ফ্রান্স বিএনপি সভাপতি সৈয়দ সাইফুর, সাধারণ সম্পাদক, এম তাহের, ইলিয়াস মুক্তিসংগ্রাম পরিষদের আহ্বায়ক মফিজ আলী, জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, হল্যান্ড বিএনপির সভাপতি শরিফ উদ্দিন, ইতালি বিএনপির সাবেক সভাপতি লকিয়ত উল্লা, তাইফুর রহমান ছোটন, সুইডেন বিএনপির সভাপতি এমদাদ হোসেন কচি, সাধারণ সম্পাদক নাজমুল আবেদিন মোহন, যুবদল সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লিঙ্কন, সাইফুল মিথুন, স্পেন বিএনপির সভাপতি খুরসেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, ডেনমার্ক বিএনপি সভাপতি গাজী মনির, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুইয়া, অস্ট্রিয়া বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম সুমন, আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির, সুইজারল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির মোল্লা, ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল ইসলাম জনি, পোল্যান্ড বিএনপির সভাপতি গোলাম সারওয়ার, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক অস্ট্রেলিয়া প্রবাসী মোসলেহ উদ্দিন আরিফ, কানাডা বিএনপির সভাপতি ফয়সল চৌধুরী, আনসার আহমদ, আমেরিকা বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, যুবদলের আন্তর্জাতিক সম্পাদক কাতার প্রবাসী শরিফুল হক সাজু, কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক মনজুর হোসেন, এম ফয়সল আহমদ।
মন্তব্য চালু নেই