সরকারকে পদত্যাগের আহ্বান খন্দকার মাহবুবের
সরকারকে পদত্যাগ করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি।
সুপ্রীম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
কার নিকট সরকার ক্ষমতা হস্তান্তর করবে- এমন প্রশ্নের জবাবে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এটা ঠিক করতে হবে।’
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বর্তমান সরকার জনগণের জানমাল রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়ে অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।’
খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা রাজনৈতিক প্রতিহিংসার একটি ন্যক্কারজনক ঘটনা বলে এ সময় উল্লেখ করেন সমিতির সভাপতি।
একই সঙ্গে এ ঘটনাকে খালেদা জিয়ার নিরাপত্তার প্রতি চরম হুমকি বলেও মন্তব্য করেন খন্দকার মাহবুব হোসেন।
এ জন্য সরকারকে চরম মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সুপ্রীম কোর্ট বারের সভাপতি বলেন, ‘সরকার অবৈধভাবে দেশ শাসন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাগত দায়িত্ব পালনের পরিবর্তে দলীয় আনুগত্য প্রদান করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে।’
‘সরকারদলীয় ক্যাডারদের দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্রয়ে জনগণের জানমাল বিপন্ন করে তুলেছে। ফলে প্রতিটি ক্ষেত্রে সরকারের ব্যর্থতা চরমভাবে প্রকাশ পাচ্ছে’ বলেন খন্দকার মাহবুব হোসেন।
সুপ্রীম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পরিচালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি রফিকুল ইসলাম মেহেদী, সহ-সম্পাদক নাসরিন আক্তার, রেজাউল করিম প্রমুখ।
মন্তব্য চালু নেই