সরকারকে ধন্যবাদ জানিয়ে লতিফের ফাঁসি চাইলো হেফাজত
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। একই সঙ্গে তিনি বলেন, ‘শুধু গ্রেপ্তার করলেই চলবে না মৃত্যুদণ্ডের আইন করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে।’
মঙ্গলবার দুপুরে আব্দুল লতিফ সিদ্দিকী গ্রেপ্তার হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী এ কথা বলেন।
লতিফ সিদ্দিকীকে বিচারের সম্মুখীন করার প্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করা হবে বলে জানান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী।
মন্তব্য চালু নেই