সম-সাময়িক হতাশা

সম-সাময়িক হতাশা

-সূর্য পলাশ

 

আহ্,

ক্ষমতার দুর্বৃত্তায়ন

গনতন্ত্রকে করে ধর্ষণ,

উগ্র নৃত্তে মগ্ন কেমন,

বৈধ আগ্নেয়াস্ত্রধারি সন্ত্রাস !

আহ্,

অবরুদ্ধ যে- সে ধর্ম বণিক,

অবরুদ্ধকারি মুক্তিযুদ্ধের বণিক,

দুটো পক্ষেরই লক্ষ্য, ওঁদের প্রাণ-

যারা খেঁটে খাওয়া ক্ষেতমজুর, শ্রমিক ।

আহ্,

আমি নেই ধর্ম বেনিয়ার পক্ষে,

আমি নেই স্বাধীনতার বাণিজ্যের পক্ষে,

আমি নেই ওঁদের কারো পক্ষে,

আমি নয় নিরপেক্ষ-আমি হতাশা গ্রস্থ।

আহ্,

পক্ষ না পেয়ে আমি লক্ষ্যহীন,

হাহুতাশ দীর্ঘশ্বাসে কাটে প্রতিদিন,

প্রতিনিয়ত বিবেকের কাছে বাড়ছে ঋণ,

এভাবে আর কত দিন ।

আহ্,

দুঃখের কথা বলবো কাকে,

করবো কোথায় অভিযোগ ?

পড়েআসাইতিহাস১৯৯০’রসাথে,

২০১৫হচছে আবার যোগ ।

আহ্!

আর কত নোংরা ইতিহাসের

প্রসব যন্ত্রণা প্রত্যক্ষ করবো ?



মন্তব্য চালু নেই