সাংবাদিকতায় মেধার স্বাক্ষর ও কৃষি বিষয়ক সংবাদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায়
সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক এ কিউ রাসেল
সাংবাদিকতায় মেধার স্বাক্ষর ও কৃষি বিষয়ক সংবাদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন দৈনিক ভোরের কাগজের টাঙ্গাইলের গোপালপুর প্রতিনিধি সাংবাদিক এ কিউ রাসেল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।
কৃষি ও কৃষকের অন্যতম মুখপাত্র ‘পাক্ষিক কৃষি প্রযুক্তি’ পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীতে ৬ বছর পূর্তি উৎসব উপলক্ষে ঢাকার কৃষি খামার সড়ক, ফার্মগেট এলাকাস্থ আ. কা. মু. গিয়াস উদ্দীন মিল্কী অডিটরিয়ামে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. নীতীশ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কৃষিবিদ মো. আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভুঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. আবুল কালাম আযাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ অজয় কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিকতায় মেধার স্বাক্ষর ও কৃষি বিষয়ক সংবাদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সাংবাদিক এ কিউ রাসেলসহ মোট ১৪ জনের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই