সম্পূর্ণ অন্যরুপে ফিরছেন অনন্ত-বর্ষা!

নিজেদের ভিন্ন আঙ্গিকে সবসময় রূপে দর্শকদের সামনে হাজির করার মজাই যেন আলাদা। তাই পর্দার অভিনেতা-অভিনেত্রীরা কখনো হয়েছেন জিরো ফিগারের অধিকারী আবার কোন সময় হয়েছেন হেলদি ফিগারের অধিকারী। চরিত্র কিংবা গল্পের প্রয়োজনে অভিনেতা-অভিনেত্রীদের প্রতিনিয়ত নানান সাজে সাজ-বরণ করতে হয়। সেই স্টাইল পালাবদলের হাওয়াই যেন লেগেছে এবার অনন্ত-বর্ষা দম্পতির।
জানা যায়, অনন্ত-বর্ষা জুটি তাদের পরবর্তী ‘দ্যা স্পাই’ এবং ‘সৈনিক’ ছবি দুটিতে সম্পূর্ণ নতুন ধাঁচে দর্শকদের সামনে হাজির হবেন। গোয়েন্দাভিত্তিক গল্প নিয়ে অনন্ত জলিল নির্মাণ করতে যাচ্ছেন ‘দ্যা স্পাই’ চলচ্চিত্রটি এবং অপর দিকে ‘সৈনিক’ চলচ্চিত্রটি বাংলাদেশ আর্মির বাংলাদেশে এবং ইউ এন মিশনের সফলতার কাহিনী নিয়ে নির্মিত হবে।
অনন্ত জলিল এ সম্পর্কে বলেন, ‘আমার প্রতিটি ছবিতেই নিজেকে ভাঙার চেষ্টা করি এবং প্রতিটি চলচ্চিত্রেই দেশের জন্য সার্বজনীন একটি মেসেজ দেবার চেষ্টা করি। এই ছবি দুটিতেও চরিত্রের প্রয়োজনে একেবারেই অন্যরকম রূপে দেখা যাবে আমাকে।

































মন্তব্য চালু নেই