সমুদ্র সৈকতে ফুরফুরে মেজাজে তাসকিন-মাশরাফিরা

নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ খেলতে ইতোমধ্যে সেখানে পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়াল কন্ডিশনিং ক্যাম্পের পর নিউজিল্যান্ডে দারুণ সময় কাটাচ্ছে মাশরাফি তাসকিনরা।

সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে এমনটাই জানান জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার ভিডিওতে দেখা যায়, সমুদ্র সৈকতে ফুরফুরে মেজাজে উচ্ছাস করছেন টাইগাররা। কেউবা সেলফি তুলছেন, কেউ মেতে উঠছেন খুনসুটিতে।

তাসকিনের লাইভ ভিডিওতে আসেন মাশরাফি, সাকিব, মুস্তাফিজরাও। রিয়াদ, রুবেল তাসকিনের লাইভের মাধ্যমে কথা বলেন ভক্তদের সঙ্গে।

ভিডিও শেষে দেশবাসীর কাছে দোয়া চান তাসকিন। যেন টাইগাররা নিউজিল্যান্ডের মাটিতে ভালো ফলাফল নিয়ে আসতে পারে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শুরুর আগে ১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ টাইগারদের।

এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।



মন্তব্য চালু নেই