সমাবেশে খালেদা থাকবেন কি না, সিদ্ধান্ত রাতে

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল অনুষ্ঠিতব্য বিএনপির সমাবেশে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন কি না সে বিষয়ে এখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে সোমবার রাতে গুলশান কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে এ ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে।

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, নয়াপল্টনের সমাবেশে খালেদা জিয়ার উপস্থিতির বিষয়টি এখনো পর্যন্ত চুড়ান্ত রয়েছে।

উল্লেখ্য, ৫ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে আওয়ামী লীগ ও বিএনপিকে। মঙ্গলবার আওয়ামী লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করবে।

বিকেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) দুই দলকেই সমাবেশ করার অনুমতি দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার।



মন্তব্য চালু নেই