সমাপ্ত হলো ‘স্ব-পথ আন্ত: স্কুল আবৃত্তি প্রতিযোগিতা-২০১৪’ এর অডিশন পর্ব

প্রেসবিজ্ঞপ্তি : গত ১৯ জুন ২০১৪ ‘স্ব-পথ’ আন্ত: স্কুল আবৃত্তি প্রতিযোগিতা-২০১৪, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে উত্তরা অঞ্চলের অডিশনের মধ্য দিয়ে অডিশন পর্ব সম্পন্ন হয়েছে। এতে উত্তরা অঞ্চলের ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের সেরা বারজনসহ অংশগ্রহণকারী নির্বাচিত হয়। এতে রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজের সিরাতুল মোস্তাকিম শ্রাবনী,আইমান নূর রাফি,অগ্নি অতুলনীয় নূর, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের রামিস আঞ্জুস কর্ণিয়া, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সুমাইয়া রহমান, মাহতাব উদ্দিন, প্রিয়াংকা আক্তার, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের ফাতেমা আক্তার তিথি, রাফিউন বিনতে সফি, অধরা প্রসুল, উত্তরা সিটি স্কুল অ্যান্ড কলেজের সাজিদ রায়হানসহ দশটি অঞ্চলের মোট ১০০ জন ক্ষুদে আবৃত্তিকার নির্বাচিত হয়। এতে উৎসা আবৃত্তি ও সাংস্কৃতি একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ সোলায়মান কবির ও সহ সাধারণ সম্পাদক ফারিন আনোয়ার বিতস্তা, ক্যামব্রিয়ান কালচারাল একাডেমির ফারিনা মোস্তফা, মিথস্কৃয়া আবৃত্তি পরিসর এর প্রেসিডেন্ট মোঃ মেহেদী হাসান বিচারর্কায পরিচালনা করেন। অডিশন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজর ইনচার্জ জিনাত আরা চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন ‘স্ব-পথ’ এর সভাপতি রিয়াজ মাহমুদ মিঠু, ‘স্ব-পথ’ মিরপুর অঞ্চলের আহ্বায়ক মোঃ আবির খান, প্রাচির প্রেসিডেন্ট আবিদা সুলতানা আইরিন, যাত্রার চেয়ারম্যান মোঃসজীব শেখ, জেনারেল সেক্রেটারি মোঃ মাসুদ, ‘স্ব-পথ’ এর কার্যনির্বাহী সদস্য তাবাস্সুম আম্বিয়া সামিরা, আশা মনি বৃষ্টি প্রমূখ।
অঞ্চলভিত্তিক এ আবৃত্তি প্রতিযোগিতা প্রাথমিক পর্যায়ে ঢাকার ১০ টি আঞ্চলিক ভেন্যুতে আয়োজিত হয়েছে। “ঐ দারুন বিপ্ল¬বের দিনে আমরা দানি শির, মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন ‘স্ব-পথ’ এর আয়োজনে ইতোপূর্বে মতিঝিল, পুরাতন ঢাকা, ফার্মগেট, মোঃপুর, ধানমন্ডি, বাড্ডা, ডেমরা, যাত্রাবাড়ী ও মিরপুর অঞ্চলের অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। আঞ্চলিক অডিশন শেষে নির্বাচিত একশতজনকে আবৃত্তির উপর বিশেষ কর্মশালা করানো হবে। যাদেরকে নিয়ে পরবর্তিতে রাজধানীর অন্যতম জনসমাগমস্থল শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব অনুষ্ঠান হবে।
বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে বাঙ্গালী জাতিসত্ত্বাকে আগ্রাসী বিনোদন থেকে মুক্ত করে সুস্থ বিনোদন পৌঁছে দিতে সাংস্কৃতিক বিষয়ে বিভিন্ন কর্মশালা, সেমিনার, মানববন্ধন, গোলটেবিল বৈঠক ও আবৃত্তি প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ও বাস্তবায়ন করে থাকে স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন “স্ব-পথ”। সংগঠনটি দেশের মানুষের মানসিক, নৈতিক, সাংস্কৃতিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে সামনে এগিয়ে যাচ্ছে। তরুণ প্রজন্মের কাছে সঠিক আবৃত্তি চর্চার ধরন তুলে ধরার লক্ষ্যে “স্ব-পথ” তরুণ প্রজন্মকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তরুণদের মাঝে বিশ্বজনীন সুস্থ বিনোদন বোধ জাগ্রত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
প্রেসবিজ্ঞপ্তি।



মন্তব্য চালু নেই