সমাজসেবা করে প্রচারে বিশ্বাস করেন না অমিতাভ
বলিউডের বেশির ভাগ তারকারাই কোন না কোন ভাবে সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। শুধু সমাজ সেবাই নয়, বিষয়টি প্রচারের আলোতেও আনছেন অনেকেই। কিন্তু এই বিষয়টি যেন মানতে নারাজ বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন।
বহুদিন ধরেই অভিনয়ের পাশাপাশি এমন অনেক সোশ্যাল ওয়ার্ক করেন অমিতাভ। কিন্তু সাধারণ মানুষ তা জানতেও পারেন না।
সম্প্রতি বলিউডের অনেক তারকাই দরিদ্র কৃষকদের আর্থিক সাহায্যের জন্য এগিয়ে যাচ্ছেন, সে তালিকায় এখনও নেই বিগ বি-র নাম। তার কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাওয়ায় তিনি বলেন, ‘গত আট-নয় বছর ধরে এ ধরনের কাজ করছি আমি। এক সময় খবরে পড়েছিলাম করের টাকা দিতে না পারায় আত্মহত্যা করছেন কৃষকরা। আমি ঘুরে ঘুরে এমন ৫০ জনকে জোগাড় করি। তার পর তাদের করের টাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু কী কাজ করছি তা প্রচার করার কথা কখনও মনে হয়নি।’
মন্তব্য চালু নেই